complete front end web development course
ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতে আসলে ওয়েব ডিজাইনারকে বলা হয়। যে ব্যক্তি একটি ওয়েবসাইটের ডিজাইন করে থাকে যেটা ইউজাররা দেখতে পায় তাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়। ফ্রন্ট এন্ড ডেভেলপার যেই ওয়েবসাইট টা ডিজাইন করে থাকে সেটাকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটের কোনো কিছু পরিবর্তন করা যায় না।
একটা বাস্তব উদাহরন দিলে ব্যাপারটা স্টেপ বাই স্টেপ আরো স্পষ্ট হয়ে যাবে,ধরুন একজন কাপড় বিক্রেতা তার কাপড় অফলাইনের পাশাপাশি অনলাইনেও বিক্রি করতে চায় সে জন্য তিনি আপনাকে বললেন যে আমার একটি ওয়েবসাইট লাগবে। তিনি আপনাকে বলে দিলো যে আমার ওয়েবসাইটে আমার দোকানের পিকচার থাকবে, আমার কাপড়ের পিকচার থাকবে, আমার সম্পর্কে লেখা থাকবে, আমাদের মিশন, ভিশন, আমাদের কন্টাক্ট ডিটেইলস(Contact Details), আমাদের শপের ভিডিও ইত্যাদি থাকবে। এক্ষেত্রে আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করবেন, তাহলে সে জন্য আপনি প্রথমে জেনে নিলেন কিসের ওয়েবসাইট বানাতে চান। এর পর তার তথ্যের ভিত্তিতে আপনাকে আইডিয়া জেনারেট(generate) করতে হবে যে কি কি উপায়ে, কিভাবে, ওয়েবসাইট এর কোন পজিশনে আপনি তার কন্টেন্ট গুলো দেখাতে চান, এবং কিভাবে দেখালে সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি(User Friendly) হবে এই চিন্তা। এর পর আপনি খাতা কলমে একে নিলেন ওয়েবসাইট এর লেআউট। অতঃপর সেই ব্যবসায়ীকে দেখালেন যে আপনার ওয়েবসাইট হবে এই রকম, তার যদি লে-আউট পছন্দ হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি বলে যে না এই রকম নয় অথবা কোন সাজেশন দেয় তাহলে সেই অনুযায়ী লে-আউট রেডি করতে হবে। সেটা ব্যবহার করেই আপনি ডিজাইন করলেন আপনার হাতে কলমে আকা লে-আউট টি, অথবা আপনি সরাসরি কম্পিউটার এ কাজ করে দেখালেন।
এক্ষেত্রে ওয়েব পেজ এর ডিজাইন টিকে আকর্ষনীয় করতে নজর দিতে হয় টাইপোগ্রাফি, কালার, স্পেসিং ইত্যাদি বিষয়গুলো। সময় নিয়ে ওয়েব পেজগুলো ডিজাইন করলেন, এইতো আপনার ওয়েবসাইট ডিজাইন হয়ে গেলো, আপনি একটা দৃশ্যমান ওয়েবসাইট লে-আউট পেলেন।
কোর্স লিংকঃ
https://instructory.net/courses/complete-front-end-web-development-course?affiliate_token=IKXZ4G
বা
https://rebrand.ly/complete-front-end-web-development-course
এই উপরের লিংকে ক্লিক করার পর BUY NOW অপশন থেকে "complete front end web development course" কোর্সটি সারাজীবনের জন্য কিনতে পারবেন ইনশাআল্লাহ।
#ইন্সট্রাক্টরির_পক্ষ_থেকে_অসংখ্য_ধন্যবাদ